আজ সকালে দক্ষিণ আলেকান্দাস্ত শহীদ নজরুল পাঠাগার কেন্দ্র মৈত্রী ভলেন্টিয়ার্স এর পক্ষ থেকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরন করা হয়। নগরীর ব্যাপ্টিস্ট মিশন মজসিদ মোর হতে আমতলা পর্যন্ত মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার বিতরণ করা হয়।
উক্ত সময়ে উপস্থিত ছিলেন শহীদ নজরুল পাঠাগার কেন্দ্র মৈত্রী ভলেন্ট্রিয়ার্স বরিশালের পক্ষ থেকে এনায়েত হোসেন শিপলু , সাবেক কাউন্সিলর ১নং-ওয়ার্ড নাসির, মেজবাহুল ইসলাম দিপু, সৈয়দ মনিরুল কবির,সাইফুল্লাহ খান লাভু,শেখ জিল্লুর, রফিকুল ইসলাম লাভু,জাকির আলম ডলার,সাকিব হোসেন পলাশ, রুমান,মারজান,রাকিব সহ আরও অনেকে।


















