এপ্রিল ২৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ বরিশাল রাজণীতি

প্রধানমন্ত্রী একাধারে তিন প্রজন্মের স্বপ্নকে ধারণ করেন-মেয়র সাদিক

বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধারে তিন প্রজন্মের স্বপ্নকে ধারণ করেন- এক তাঁর বাবা বঙ্গবন্ধুর স্বপ্ন, দুই তাঁর নিজের স্বপ্ন এবং তাঁর পরবর্তী প্রজন্মের স্বপ্ন। বৃহস্পতিবার বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে স্বাধীনতার সব কথা লুকিয়ে ছিল। শুধু মুখে বঙ্গবন্ধুর কথা নয় বরং চেতনা ও মননে বঙ্গবন্ধুকে ধারণ করা জরুরি।

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. আরিফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, জননেত্রী শেখ হাসিনা আজ জাতির উন্নয়নের রোল মডেল। তাঁর পদক্ষেপগুলো তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিলে দেশ সত্যিই উন্নত হবে।

শোক দিবসের গুরুত্ব ও জাতীয় জীবনের বঙ্গবন্ধুর প্রভাব নিয়ে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান রিফাত মাহমুদ, বাংলা বিভাগের চেয়ারম্যান সঞ্জয় কুমার সরকার, অর্থনীতি বিভাগের সহকারি অধ্যাপক জ্যোতির্ময় বিশ্বাস, শেরে-ই-বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়া, বঙ্গমাতা শেখ ফজিলাতুনেচ্ছা মুজিব হলের প্রভোস্ট তাসনুভা হাবিব জিসান প্রমুখ।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির এই আলোচনা সভায় শিক্ষক সমিতির নেতারা, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, পরিচালকরা, শিক্ষকরা, দপ্তর প্রধানরা, কর্মকর্তা-কর্মচারী সমিতির নেতারা ও বিভিন্ন সংগঠনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ওয়েবিনারটি সঞ্চালনা করেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. খোরশেদ আলম, সাধারণ সম্পাদক।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official