শনিবার , ২৮ আগস্ট ২০২১ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

বরিশালে হলিকেয়ার মাদক নিরাময় কেন্দ্র থেকে এক যুবকের লাশ উদ্ধার

প্রতিবেদক
banglarmukh official
আগস্ট ২৮, ২০২১ ৪:২৭ অপরাহ্ণ

বরিশাল নগরীর নবগ্রাম সড়কের হলিকেয়ার মাদকাসক্তি চিকিৎসা সহায়তা ও পূনর্বাসন কেন্দ্র থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (আগস্ট ২৭) বেলা সাড়ে এগারোটায় খবর পেয়ে পুলিশ ওই কেন্দ্র থেকে লাশ উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা হাসপাতাল মর্গে প্রেরণ করে ময়না তদন্তের জন্য। মৃত চন্দন সরকার বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বড়পাইকা এলাকার চিত্তরঞ্জন সরকারের ছেলে। ওই কেন্দ্রে চিকিৎসাধীন রোগিরা জানায়, বৃহস্পতিবার বিকেলে ওই যুবক চন্দন সরকারকে মারধর করেছেন মাদক নিরাময় কেন্দ্রের কর্মচারীরা। সকালে বাথরুমে গিয়ে গলায় গামছা পেচানো অবস্থায় মৃতদেহ উদ্ধার করে। লাশের মুখে এবং গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রতিবেশিরা বলেছেন, হলিকেয়ার মাদকাসক্তি চিকিৎসা সহায়তা ও পূনর্বাসন কেন্দ্রে রাতের বেলায় প্রায়ই রোগিদের নির্যাতন করা হলে এর কান্না শুনতে পান। চিকিৎসাধীন রোগির স্বজনরা নির্যাতনের বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। তবে এ নিয়ে কোন কথা বলতে রাজি নন, হলিকেয়ার মাদক নিরাময় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল হক তমাল। বর্তমানে এখানে ২৭ জন রোগি চিকিৎসাধীন রয়েছে। মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে মানসিক ভারসাম্যহীন রোগীকে রাখার কোনো বিধান আছে কি না, এমন প্রশ্ন করা হলে তিনি এর কোনো উত্তর দিতে পারেননি।

সর্বশেষ - অপরাধ