পিরোজপুরের কাউখালী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মো. মাহফুজুর রহমান মফিজ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, জেলার কাউখালী উপজেলার নাঙ্গুলী গ্রামে দুপুরের দিকে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একই এলাকার মো. ইউনুস ও তার লোকজন হামলা চালায় মাহফুজুর রহমান পক্ষের উপরে। হামলায় মাহাফুজসহ ৬ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় মাহফুজকে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরে সেখানে মারা যান মাহাফুজ।
এছাড়া আহত ৫ জনের মধ্যে একজনের অবস্থাও আংশকাজনক বলে জানিয়েছেন কাউখালী থানার ওসি।