26 C
Dhaka
জুলাই ৯, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ বরিশাল

জন্মস্থানে গোলাম সারওয়ারের জানাজা অনু‌ষ্ঠিত

দেশব‌রেণ্য সাংবা‌দিক ও সমকাল সম্পাদক গোলাম সারওয়া‌রের জানাজা অনুষ্ঠিত হ‌য়েছে।

বুধবার (১৫ আগষ্ট) বিকেল ৩টা ৫ মি‌নি‌টে বরিশালের বানারীপাড়া উপজেলার ম‌ডেল ইউনিয়ন ইনস্টি‌টিউশন (পাইলট) প্রাঙ্গ‌ণে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার আগে বক্তব্য রা‌খেন গোলাম সারওয়া‌রের ছোট ভাই গোলাম সালেহ মঞ্জু মোল্লা, ছে‌লে গোলাম শাহ‌রিয়ার রঞ্জু, স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, বরিশাল ৩ আসনের সংসদ সদস্য শেখ মো. টিপু সুলতান, বানারীপাড়া উপজেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন সানা।

এ সময় উপস্থিত ছিলেন ব‌রিশাল জেলা পু‌লিশ সুপার সাইফুল ইসলাম, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, পৌর মেয়র সুভাষ চন্দ্র শীল, ব‌রিশাল সি‌টি করপোরেশ‌নের (বিসিসি) নব‌নির্বা‌চিত মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহ প্রমুখ।

জানাজা শেষে তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বি‌ভিন্ন রাজ‌নৈ‌তিক, সামা‌জিক সংগঠন ও সুশীল সমাজের নেতারা।

এদিকে পু‌লি‌শের এক‌টি চৌকস দল গোলাম সারওয়া‌রের মরদেহে গার্ড অব অনার দেয়।

দুপুর ২টা ২০ মি‌নিটে গোলাম সারওয়া‌রের জন্মস্থান ব‌রিশালের বানারীপাড়া উপজেলার জুম্বা‌দি গ্রামে হেলিকপ্টারে করে তার মরদেহ নিয়ে আসা হয়।

এর আগে সোমবার (১৩ আগস্ট) বাংলাদেশ সময় রাত ৯টা ২৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গোলাম সারওয়া‌র।

১৯৪৩ সালে বরিশাল জেলার বানারীপাড়ায় জন্ম নেওয়া গোলাম সারওয়ারের লেখালেখির প্রতি আগ্রহ ছিল ছোটবেলা থেকেই। ১৯৬৩ সালে দৈনিক পয়গমের মাধ্যমে সাংবাদিকতায় প্রবেশ করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রিধারী এই খ্যাতিমান সাংবাদিক ১৯৭১ সালের ২৫ মার্চ পর্যন্ত দৈনিক সংবাদে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

মুক্তিযুদ্ধের পর বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনে কিছুদিন প্রধান শিক্ষক পদেও নিয়োজিত ছিলেন একাত্তরের এই বীর মুক্তিযোদ্ধা। ১৯৭৩ সালে দৈনিক ইত্তেফাকের সিনিয়র সহ-সম্পাদক হিসেবে যোগ দেন। ইত্তেফাকে ১৯৯৯ সাল পর্যন্ত প্রধান সহ-সম্পাদক, যুগ্ম-বার্তা সম্পাদক ও বার্তা সম্পাদক পদে কর্মরত ছিলেন গোলাম সারওয়ার।

ইত্তেফাকে দীর্ঘ দুই যুগ কর্মরত থাকার পর ১৯৯৯ সালে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে যোগ দেন। ২০০৫ সালে প্রতিষ্ঠা করেন দৈনিক সমকাল।

সাংবাদিকতার পাশাপাশি গোলাম সারওয়ার লেখালেখিতেও সুনাম অর্জন করেছেন। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে ছড়াগ্রন্থ ‘রঙিন বেলুন’ এবং প্রবন্ধ সংকলন ‘সম্পাদকের জবানবন্দি’, ‘অমিয় গরল’, ‘আমার যত কথা’ ও ‘স্বপ্ন বেঁচে থাক’ উল্লেখযোগ্য।

সাংবাদিকতায় অবদানের জন্য গোলাম সারওয়ার ২০১৪ সালে একুশে পদকে ভূষিত হন। ২০১৬ সালে কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) আজীবন সম্মাননা ছাড়াও ২০১৭ সালে আতাউস সামাদ স্মারক ট্রাস্ট আজীবন সম্মাননা পান তিনি।

গোলাম সারওয়ার সেন্সর বোর্ডের আপিল বিভাগের সদস্য ছিলেন। দায়িত্ব পালন করছিলেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) চেয়ারম্যান হিসেবে। একাধিকবার জাতীয় প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতির দায়িত্বও পালন করেন তিনি।

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official