ঝালকাঠিতে ঈদ উল আযহা উপলক্ষে অসহায়, দুঃস্থ ও গরীবদের মাঝে সরকার কতৃক বরাদ্দকৃত ভিজিএফ’র চাল আত্মসাত ও বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাড়ৈগাতি গ্রামে এ আত্মসাতের ঘটনা ঘটে। এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসারের নিকট ৯ নং ওয়ার্ডের বর্তমান সদস্য মো. ইসাহাক তালুকদার লিখিত অভিযোগ দিয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, স্থানীয় ইউপি সদস্যের নামের তালিকা বাদ দিয়ে চেয়ারম্যান ও ইউপি সচিব এর নির্দেশক্রমে বাড়ৈগাতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. ফারুক হোসেন ও মহিলা মেম্বর মনোয়ারা বেগম তালিকা করে সামান্য কিছু লোকদের ৫/৭ কেজি করে চাল দেয়। কিন্তু বাকি চাল নিজেরা আত্মসাত করে থাকে।
এ বিষয়ে জানার জন্য বাড়ৈগাতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. ফারুক জানান, তাকে মহিলা মেম্বর মনোয়ারা বেগম কয়েকটি চালের স্লিপ দেয় যা স্থানীয় চৌকিদার মিরাজকে সাথে নিয়ে নিয়ম মতো বিতরন করেন।
এ বিষয় জেলা প্রশাসক মো. জোহর আলী বলেন, তিনি অভিযোগটি পাননি, তবে সদর উপজেলা নির্বাহী অফিসার এর কাছ থেকে বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান।