34 C
Dhaka
জুলাই ১২, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ বরিশাল

বরিশালে ঈদ-উল আযহা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে নানামুখী পদক্ষেপ গ্রহন করেছে বিএমপি

ঈদ-উল আযহা উপলক্ষে বরিশালের নৌপথ, সড়কপথ ও পশুর হাটসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নানামুখী পদক্ষেপ গ্রহন করেছে হয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। আজ বৃস্পতিবার বেলা পৌঁনে ১২টায় নগরীর চাঁদমারী মেট্রোপলিটন পুলিশের অফিসার্স মেসের হল রুমে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপত্বি করেন বিএমপি কমিশনার মোঃ মোশারফ হোসেন। বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, বাস ও লঞ্চ মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধি, পশুরহাট ইজারাদার ও গণমাধ্যম কর্মীরা সভায় অংশগ্রহন করেন।

সড়ক ও নৌপথে অতিরিক্ত যাত্রী পরিবহন ও ফিটনেসবিহীন যান চলাচল বন্ধ, লাইসেন্স বিহীন চালক দিয়ে যান চলাচল না করানো, বেপরোয়া গতিতে যান চলাচল নিয়ন্ত্রন, লঞ্চ-বাস ও টার্মিনালে মলম পার্টি, অজ্ঞান পার্টি, পকেটমার রোধ, পশুর হাটে ক্রেতা-বিক্রেতার নিরাপত্তা, কোরবানীর বর্জ্য অপসারনসহ সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশ কমিশনারের কাছে দাবী জানান সভায় অংশগ্রহনকারীরা।

পুলিশ কমিশনার জনভোগান্তি রোধসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নানামুখি পদক্ষেপ নেওয়ার কথা জানান সভায়। ঈদ উল আযহা উপলক্ষে নগরীর আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে ৭৮০ জন পোশাকধারী এবং ২২১জন সাদা পোশাকধারী পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

ঈদ উপলক্ষে যাতে মাদক নগরীতে প্রবেশ না করতে পারে সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার মাহফুজুর রহমান, উপ-কমিশনার মো. হাবিবুর রহমান, আবু সালেহ মো. রায়হান, জাহাঙ্গীর মল্লিক, খইরুল আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official