রাতুল হোসেন রায়হান:
বরিশালে র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ি নিহত হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) ভোররাতে নগরীর কালিজিরা ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মালেক ফকির নগরীর কেডিসি এলাকার এন্তাজ ফকিরের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
র্যাব জানায়, মাদক বেচাকেনা হচ্ছে এমন খবরে ভোর রাতে কালিজিরা এলাকায় অভিযানে যায় একটি দল। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। পাল্টা গুলি করলে পিছু হটে তারা।
ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ সাইদুজ্জামান মালেক নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাকে বরিশাল মেডিকেলে নিলে, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে র্যাবের পক্ষ থেকে মাদক ব্যবসায়ী মালেক ফকিরের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।