রাজশাহীতে ছাত্রদলের পদবঞ্চিত ক্ষুব্ধ নেতাকর্মীরা তালার পর এবার ভাঙচুর চালিয়েছে বিএনপি কার্যালয়ে। কেউ তালা মারে, আবার কেউ ভাঙে। গতকাল থেকে এমনই অবস্থা ছিল নগর বিএনপি কার্যালয়ে। রবিবার পদ পাওয়া পদবঞ্চিতদের দেওয়া তালা ভেঙে পরিচিতি সভা করেছে নতুন নেতারা। জবাবে সোমবার ফের ভাঙচুর চালালো পদ বঞ্চিতরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বেলা ১২টার দিকে রাজশাহী নগরীর ভুবনমোহন পার্ক এলাকার নগর বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায় পদ বঞ্চিতরা। তারা ভাঙচুর শেষে তালা ঝুলিয়ে দেয়। সেই তালা বিকেলে ভেঙে পরিচিতি সভা করে পদ পাওয়া নতুন নেতাকর্মীরা। ছাত্রদলের এমন ঘটনায় নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটির সাধারণ সম্পাদক এমদাদুল হক লিমন বলেন, পদ না পাওয়ায় রবিবার সকালে নেতৃবৃন্দ এসে দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। পরে তারা তালা ভেঙে ভিতরে প্রবেশ করে নতুন আটটি ইউনিটের পরিচিতি সভা করেছেন। সভায় নতুন আটটি ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তবে এবিষয়ে নগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনিকে একাধিকবার মোবাইলে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। এই প্রসঙ্গে নগর বিএনপি নেতারাও কোনো কথা বলতে রাজি হননি।