পটুয়াখালীর মির্জাগঞ্জ থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে আসা এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। মৃত সুমাইয়া মির্জাগঞ্জ এলাকার বাসিন্দা।
বরিশাল শেবাচিম হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার বিকেলে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন। সুমাইয়ার অবস্থা গুরুতর ছিল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এ ছাড়া ডেঙ্গু জ্বরে আক্রান্ত সুমাইয়ার ভর্তির সময় বমি ও পেটে ব্যাথা ছিল। এ হাসপাতালে আনার পর তার সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছিল। তবে কিডনি ও লাঞ্চ দুটিই আক্রান্ত হওয়ায় সমস্যা প্রকট হয়। পরে তাকে রবিবার রাতে আইসিইউতে নেওয়া হয়। সেখানেই আজ সোমবার তার মৃত্যু হয়।
এর আগে ১৬ আগস্ট বিকেলে মুমূর্ষু অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে স্বজনরা।