25 C
Dhaka
মে ২, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
প্রশাসন

মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে ৫ পুলিশ সদস্য প্রত্যাহার

নিউজ ডেস্কঃ মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে ফেনীর মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির পাঁচ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এদের মধ্যে একজন উপ-পরিদর্শক (এসআই) ও চারজন কনস্টেবল।

সোমবার (১ আগস্ট) সকালে ডিএসবি ফেনীর মিডিয়া ফোকালপারসন মো. শহীদ উল্লাহ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রোববার বিকেলে তাদের প্রত্যাহার করে হাইওয়ে পুলিশের কুমিল্লা সার্কেল অফিসে নেওয়া হয়েছে।

প্রত্যাহার সদস্যরা হলেন- এসআই বিজয়, কনস্টেবল আসলাম, কাজী সাজ্জাদুল বারী, কিশোর ও আহসান হাবিব। সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ২৭ কিলোমিটার অংশে পুলিশের চাঁদাবাজির অভিযোগ উঠে।

বিভিন্ন জায়গায় তল্লাশির নামে গাড়ি থামিয়ে তারা চালকদের কাছ থেকে টাকা নিতেন। টাকা না দিলে চালকদের মামলা দেওয়ার হুমকি দিতেন তারা। এ অভিযোগে তাদের প্রত্যাহার করা হয়।

মুহুরীগঞ্জ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, এবিষয় কিছুই জানি না। ঢাকা থেকে বেতার বার্তা পেয়ে তাদের রিলিজ দেওয়া হয়েছে। তারা কুমিল্লা হাইওয়ে পুলিশের সার্কেল অফিসে যোগদান করবেন।

সম্পর্কিত পোস্ট

রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

banglarmukh official

ডেভিল হান্টে গ্রেফতার আরও ৬৭৮

banglarmukh official

দেশে শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেনা সদস্যদের যে বার্তা দিলেন সেনাপ্রধান

banglarmukh official

অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে ম্যাজিক নাই: আইজিপি

banglarmukh official

১২ পুলিশ সুপারকে বদলি

banglarmukh official

মামলা বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে এসআই প্রত্যাহার

banglarmukh official