30 C
Dhaka
মে ৪, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
ক্রিকেট খেলাধুলা

শচীনকে টপকে দিল কোহলি

ক্রিকেটের তিন ফরম্যাটেই দারুণ সব সাফল্য পাচ্ছেন বিরাট কোহলি। ভারত অধিনায়ক তাই গড়েছেন বেশ কিছু রেকর্ড। এবার নতুন একটি রেকর্ড গড়েছেন তিনি। মাঠের বাইরের এই কীর্তিতে শচীন টেন্ডুলকার ও মহেন্দ্র সিং ধোনির মতো তারকাকে টপকে গেছেন তিনি।

টুইটার, ফেসবুক ও ইনস্টাগ্রাম— সামাজিক যোগাযোগমাধ্যমের সবচেয়ে জনপ্রিয় তিন অ্যাপে সবচেয়ে বেশি ফলোয়ার এখন কোহলিরই। প্রতিটি মাধ্যমে ৩০ মিলিয়নের বেশি ফলোয়ার তাঁর। সেখানে টুইটারে শচীনের ভক্তের সংখ্যা ৩০.১ মিলিয়ন হলেও ফেসবুক ও ইনস্টাগ্রামে তাঁকে ফলো করেন ২৮ এবং ১৬.৫ মিলিয়ন মানুষ।

ধোনির ফলোয়ার সংখ্যা মন্দ নয়। তালিকায় তিন নম্বরে রয়েছেন তিনি। ইনস্টাগ্রামে ১৫.৪ মিলিয়ন, টুইটারে ৭.৭ মিলিয়ন এবং ফেসবুকে ২০.৫ মিলিয়ন ফলো করেন সাবেক অধিনায়ককে।

আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিক সাফল্যের জন্য ব্যক্তি জীবনেও সাফল্য পেয়ে চলছেন কোহলি। দিল্লির ফিরোজ শাহ কোটলায় তাঁর নামে একটি স্ট্যান্ড করার সিদ্ধান্ত নিয়েছে ডিডিসিএ। সেখানে স্ট্যান্ড রয়েছে শুধু দুই সাবেক ক্রিকেটার বিষেণ সিং বেদি ও মহিন্দর অমরনাথের নামে। তবে দুজনেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তাঁদের নামে কোটলায় স্ট্যান্ড হয়েছে। কোহলি এই মূহূর্তে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। আর তিনিই একমাত্র ক্রিকেটার যাঁর নামে অবসরের আগেই স্ট্যান্ড হচ্ছে।

এ ব্যাপারে ডিডিসিএর সভাপতি রজত শর্মা বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির অসামান্য পারফরম্যান্সে আমরা গর্বিত। তাঁকে সম্মান জানাতে পেরে আমরা খুশি।’

সম্পর্কিত পোস্ট

মিরপুরে তামিমরা দিলেন মুশফিককে সংবর্ধনা

banglarmukh official

এশিয়ান কাপ নিশ্চিতে একই গ্রুপে বাংলাদেশ-ভারত

banglarmukh official

আইরিশদের হোয়াইটওয়াশ করতে সহজ লক্ষ্য পেল বাংলাদেশ

banglarmukh official

এবার ওয়ানডে সিরিজেও খেলা হচ্ছে না শান্তর

banglarmukh official

মিরপুরে শারমিনের ব্যাটে ভর করে বাংলাদেশের রেকর্ড পুঁজি

banglarmukh official

কথা শোনেননি তাসকিন, ছয় উইকেট পাওয়ার পর যা লিখলেন স্ত্রী

banglarmukh official