২০২১ সালের জুন মাসের মধ্যে পদ্মা সেতু চালু করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে পদ্মা বহুমুখি সেতু নির্মাণ প্রকল্পের ঋণ পরিশোধ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, ২০২০ সালের ডিসেম্বরের মধ্যে পদ্মা সেতুর কাজ শেষ করা হবে। এরই মধ্যে সেতুর বাস্তবায়ন কাজের অগ্রগতি হয়েছে ৮৩ ভাগ। আর প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে ৭৩ ভাগ। মূল সেতুর ৪২টি পিলারের মধ্যে ৩১টির কাজ শেষ হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।
তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণ প্রকল্প বাস্তবায়নের জন্য অর্থ বিভাগ সেতু কর্তৃপক্ষকে ২৯ হাজার ৮৯৩ কোটি টাকা ঋণ দিয়েছে।
সেতু নির্মাণের পর, এক শতাংশ সুদ হারে ৩৫ বছরের মধ্যে সব অর্থ ফেরত দেয়া হবে বলেও জানান ওবায়দুল কাদের।