বরিশাল সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডের এক করদাতার আবেদনের প্রেক্ষিতে পূর্বের ধার্যকৃত কর কমে গেছে। এ ব্যাপারে ওই করদাতা বিসিসি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।
সূত্র মতে, ২০ নং ওয়ার্ডের নিউ কলেজ রো বৈদ্যপাড়া এলাকার শামীম হোসেন তার একটি পুরাতন ঘরে ২০১৪-১৫ অর্থ বছর পর্যন্ত ৪০৫ টাকা কর পরিশোধ করে। কিন্তু পরের অর্থ বছর তাকে কর বৃদ্ধি সংক্রান্ত নোটিশ প্রদান করা হয়। এবং শুনানীতে তার কর বহুগুনে বৃদ্ধি পায়। এতে গ্রাহক শামীম হাসান বিসিসিতে আবেদন করে।
ওই আবেদনের প্রেক্ষিতে বিসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো : ইসরাইল হোসেন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে তা তদন্তের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
সর্বশেষ তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রধান রাজস্ব কর্মকর্তা মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ৪৮০ বর্গফুটের আয়তনের টিনের ঘরের বার্ষিক মূল্যায়ন পুন: নির্ধারন পূর্বক ৮ হাজার টাকার পরিবর্তে ৫ হাজার টাকা নির্ধারন করেন।
এ বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করে বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ অন্যান্যদের ধন্যবাদ জানিয়েছেন গ্রাহক শামীম।