ঝালকাঠি প্রতিনিধি ::
ঝালকাঠি সদর উপজেলায় লাভলু হাওলাদার (৪০) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে নিহতের স্বজনদের অভিযোগ স্ত্রী তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে শহরের মধ্য চাঁদকাঠির বাসা থেকে লাভলুর লাশ উদ্ধার করে পুলিশ।
লাভলুর মৃত্যু নিয়ে রহস্য থাকায় পুলিশ লাশ ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, লাভলু হাওলাদার দীর্ঘদিন ধরে কোনো কাজ করছিলেন না। এ নিয়ে স্ত্রীর সঙ্গে তার পারিবারিক কলহ লেগেই থাকত। এক পর্যায়ে স্ত্রী তার সঙ্গে রাগ করে বাবার বাড়িতে চলে যায়। পরে বৃহস্পতিবার সকালে ঘরের ভেতর থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা লাভলুর মরদেহ ঝুলতে দেখেন।
এ বিষয়ে লাভলুর স্ত্রী হালিমা বেগম দাবি করেন, তার স্বামী ঘরের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। তবে পুলিশ ধারণা করছে, তাকে কেউ হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে।
লাভলুর ভাই শাহজাহান হাওলাদার বলেন, কীভাবে আমার ভাই মারা গেল এখনো বুঝে উঠতে পারিনি। তবে মনে হচ্ছে তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। স্ত্রী ছাড়া অন্য কারও সঙ্গে তার কোনো বিরোধ ছিল না বলেও জানান তিনি।
এ ব্যাপারে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহমুদ হাসান বলেন, বুধবার যে কোনো সময় মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত্যু নিয়ে রহস্য থাকায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।