নিউজ ডেস্ক ::
ঝালকাঠি জেলা প্রশাসকের মোবাইল নম্বর ক্লোন করেছে একটি চক্র। আর সে ক্লোন করা নম্বর দিয়ে বিভিন্ন জনকে ফোন দিয়ে চাঁদা দাবী করা হচ্ছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিষয়টি ধরা পড়ার পর ঝালকাঠি জেলা প্রশাসকের পক্ষ থেকে তার অফিসিয়াল ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে বিষয়টি সবাইকে অবহিত করা হয়েছে।
এব্যাপারে নিজের ফেসবুক পেজে জেলা প্রশাসক মো. জোহর আলী সবাইকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থাও নেয়া হচ্ছে বলে ঝালকাঠির এনডিসি মো. বশির গাজী জানান। প্রসঙ্গত, এর আগে ঝালকাঠির গত জেলা প্রশাসক মো. হামিদুল হকের মোবাইল ফোন নম্বরও ক্লোন করা হয়েছিল।