অন্যান্যঝালকাঠির বীর মুক্তিযোদ্ধা: এম আলাউদ্দিন আর নেই by banglarmukh officialসেপ্টেম্বর ১৭, ২০১৮০321 Share0 ঝালকাঠি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, সাবেক ছাত্রনেতা ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার এম, আলাউদ্দিন রাত ১২:২০ মিনিটের দিকে ঢাকায় তার ছেলের বাসায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহে অইন্না ইলাইহে রাজিউন। তিনি দীর্ঘদিন ঝালকাঠির কামার পট্টিতে বসবাস করে আসছিলেন।