নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠি ১ আসনের আওয়ামী লীগের এমপি বিএচ হারুনের উপর চরম ক্ষুব্ধ দলের নেতাকর্মীরা। তার কাছ থেকে সরে গেছে দলের শীর্ষস্থানীয়রা।
স্থানীয় আওয়ামী লীগের নেতারা বিএচ হারুন কে উল্লেখ করে প্রমাণস্বরূপ জানান বিগত জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি -১ আসনে আওয়ামীলীগ থেকে পুনরায় মনোয়ন দেওয়ার পরে দলীয় নেতা-কর্মীগন নিরালস পরিশ্রম করে প্রতিপক্ষের জামানত বাজেয়াপ্ত করিয়ে বিপুল ভোটের ব্যবধানে পুনঃনির্ধারিত করেন।সেই নির্বাচনের পরে তিনি নয় মাস উদ্ধকাল যাবত তাহার নির্বাচনী এলাকায় আসেন নাই।তবে তাহার পছন্দের বিদ্রোহী আনারস প্রতিকের প্রার্থীকে উপজেলা পরিষদ এর চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নের জন্য এক দিনের জন্য এলাকায় এসেছিলেন।
তার পছন্দের প্রার্থী দলীয় মনোনয়ন না পাওয়ায় তাহাদের অর্থাৎ রাজাপুর উপজেলা ও কাঁঠালিয়া উপজেলায় বিদ্রোহী প্রার্থী হিসেবে তাদের অংশগ্রহন করিয়ে সরকারি প্রশাসনকে ব্যবহার করে তাদেরকে তিনি আর্থিক সহ সার্বিক সহযোগিতা প্রদান করেন। তার প্রার্থী নির্বাচীত না হইলেও তিনি তাহার সরকারি বরাদ্দের সিংহভাগ উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ও তার সমার্থকের মাধ্যমে নিয়মিতভাগ বন্টন করান। ফলে দলীয় ও স্থানীয় নেতাকর্মীরা তার উপর ক্ষুব্ধ। দীর্ঘ নয় মাস পরে তিনি নীরবে তাহার সমর্থীত বিদ্রোহী প্রার্থী ও সহযোগীদের কথায় গত ১৯ সেপ্টেম্বর এলাকায় এসেছিলেন।
তিনি দীর্ঘ নয় মাসে এলাকায় জাতীয় শোক দিবস সহ কোন জাতীয় দিবসে অংশগ্রহণ করেন নাই।তাই রাজপুর উপজেলা আওয়ামীলীগ ও তার ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা তাহার সহিত সকল রকম সাক্ষাৎ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন।