বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিশ্বজিৎ হালদারকে (৪০) গুলি করে হত্যা করা হয়েছে।
শুক্রবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কারফা বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে তাঁকে গুলি করা হয়।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার কারফা বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন।
রাত সাড়ে ৮টার দিকে মুখোশধারী কয়েকজন দুর্বৃত্তরা হঠাৎ করে সেখানে ঢুকে তাঁকে লক্ষ্য করে উপর্যুপরি গুলি করে। এতে চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার ও তাঁর সহযোগী কারফা গ্রামের নিহার হালদার গুলিবদ্ধ হন।
স্থানীয় লোকজন ও স্বজনেরা তাঁদের উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকেরা ইউপি চেয়ারম্যানকে বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
সেখানে রাত পৌনে ১০টার দিকে দায়িত্বরত চিকিৎসক ডা. ইফাদ আহমেদ তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে আগৈলঝাড়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আহত নিহার হালদারকে রাত সাড়ে ১০টার দিকে বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম বলেন, ঘটনা শুনেছি, বিস্তারিত জানার চেষ্টা চলছে।
তার মৃত্যূর খবরে পুরো বরিশালে চাঞ্চল্য সৃস্টি হয়।
উল্লেখ্য বিএনপি-জামাত জোট সরকারের আমলে ঐ ইউনিয়নের চেয়ারম্যান অবনি বাড়ৈ গুলিতে খুন হয়েছিল।