নিউজ ডেস্ক ::
বরগুনা শহরে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষকের হত্যাচেষ্টা মামলায় তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সকালে রিপন হাজীকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে হাজির করা হলে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেওয়া হয়।
রিপন পৌর শহরের চরকলোণী এলাকার বাসিন্দা বরগুনা সরকারি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আজহার আলীর ছেলে।
বরগুনা সদর থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন, বুধবার সকালে আজহার আলী তার ছেলে রিপনের বিরুদ্ধে বরগুনা সদর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় তিনি অভিযোগ করেন, তার ছেলে রিপন বেশ কিছুদিন ধরে পৈত্রিক সম্পত্তি নিজের নামে লিখে দেওয়ার জন্য তাকে চাপ প্রয়োগ করে আসছেন।
সম্প্রতি তার বাড়ির নাম পরিবর্তন করে তার ছেলের (আজহার আলীর নাতি) নামে নামকরণ করেছেন। এতে আজহার আলীর সম্মতি ছিল না। এ নিয়ে পারিবারিক অসন্তোষ সৃষ্টি হয় বলে মামলায় বলা হয়।
অভিযোগে আরও বলা হয়, এ বিষয়ে মঙ্গলবার রাতে পারিবারিক বৈঠকের এক পর্যায়ে ছেলে রিপন হাজী বাবা আজহার আলীকে লাঞ্ছিত করার পাশাপাশি হত্যার জন্য বন্দুক তাক করেন।
মামলার পরপরই রিপনকে গ্রেপ্তার করে পুলিশ।