নিউজ ডেস্ক :
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের শিয়ালঘুনি গ্রামে শিউলি বেগম নামে (৩০) এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (০৮ সেপ্টেম্বর) দুপুরে তার মরদেহ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
মৃত শিউলি বেগম ওই গ্রামের মিলন ফকিরের স্ত্রী ও দুই ছেলে সন্তানের জননী ছিলেন।
স্থানীয় সূত্রে জানাগেছে, শনিবার রাতে পারিবারিক কলহের জ্বের ধরে শিলন ফকির ও শিউলির মাঝে ঝগড়া হয়। এরপর সকালে প্রতিবেশীরা ডাকতে গিয়ে ঘরের ফেতর শিউলি বেগমের গলায় ফাঁস দেয়া মরদেহ দেখতে পায়।
বাকেরগঞ্জ থানা পুলিশের এসআই মো. হাবিব জানান, খবর পেয়েই সকালে তারা ঘটনাস্থলে যান এবং মরদেহ উদ্ধার করেন। তবে মরদেহ উদ্ধারের সময় ওই বাড়িতে কেউ ছিলো না।

















