সোমবার , ৯ সেপ্টেম্বর ২০১৯ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

বরিশালে মাদক ব্যবসায়ীদের আলোর পথে ফেরাতে “স্বপ্ন তরী” সমবায় সমিতি

প্রতিবেদক
banglarmukh official
সেপ্টেম্বর ৯, ২০১৯ ১২:২৫ পূর্বাহ্ণ

বরিশাল রেঞ্জ উপ-মহা পুলিশ পরিদর্শক(ডিআইজি) মোঃ শফিকুল ইসলাম বলেছেন, মাদক ব্যবসায়ী ও সেবীদের মধ্যে থেকে যারা স্বাভাবিক জীবনে ফিরে এসেছে তাদেরকে আর্থিক ও কর্মসংস্থানের মাধ্যমে ভাল রাখতে না পারি তাহলে ওরা মাদক ব্যবসা বন্ধ করবে না।

এই মাদক ব্যবসা থেকে ইতি মধ্যে যারা ফিরে এসেছে তাদেরকে “স্বপ্ন তরী” সমবায় সমিতির মাধ্যমে সহযোগীতা করা হবে ওরা যেন সারা জীবন ভাল থাকতে পারে এলক্ষে বরিশাল জেলা পুলিশ সর্বাত্বক কাজ করে যাচ্ছে

তিনি আরো বলেন, ছেড়ে আসা মাদক ব্যবসায়ী ও সেবীদের পূর্ণবাসন করার পাশাপাশি তাদের বিরুদ্ধে আদালতে থাকা মামলাগুলো আইনগত ভাবে নিষ্পত্তি সমাধান করা হবে বলেও তিনি বক্তৃতায় একথা বলেন।

আজ রবিবার সকাল ১১ টায় বরিশাল পুলিশ লাইনস্থ ড্রিলসেড মিলনায়তন সভাস্থলে ৬ জন নতুন মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ ও আত্মসমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসা মাদক ব্যবসায়ী ও সেবীদের নিয়ে গঠিত সমিতি “স্বপ্ন তরী’র শুভ উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় এ কথাগুলো বলেন।

বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম(বার) এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প (বিসিক) বরিশাল শাখার উপ ব্যবস্থাপক মোঃ জালিশ মাহমুদ, বরিশাল সমাজ সেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার মোঃ সাজ্জাদ পারভেজ ও সমাজসেবক আমির হোসেন তালুকদার, উন্নয়ন সংস্থা সেন্ট বাংলাদেশ বরিশাল শাখা প্রতিনিধি মিয়া মজিবর রহমান।

এসময় মঞ্চে আরো উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ অতিরিক্ত ডিআইজি) এ.কে.এম এহসান উল্লাহ্, বরিশাল জেলা জজ আদালতের লিগ্যাল এইড অফিসার সহকারী জজ নাজমুল হোসেন চৌধুরী, বরিশাল প্রেস ক্লাব সাবেক সভাপতি এস.এম ইকবাল ও উন্নয়ন সংস্থ আভাষ নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল।

প্রধান অতিথি ডিআইজি আরো বলেন, বরিশাল রেঞ্জ পুলিশ আজ অন্ধকার জগতের মানুষ গুলোকে আলোর পথে নিয়ে আসতে পেরেছে সেজন্য পুলিশের একটা বিশাল সাফল্য অর্জন বলে তিনি মনে করেন।

এক্ষেত্রে আগামীতে সমাজকে সুন্দর রাখতে আলোর পথে পা দেয়া মানুষগুলোর জন্য কর্মসংস্থানের লক্ষে চেম্বার্স অব কমার্স, বিসিকি, সমাজসেবা অধিদপ্তর, বেসরকারী উন্নয়ন সংস্থা সহ সকলস্তরের মানুষের সহযোগীতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানের এক প্রর্যায়ে বরিশাল জেলার উজিরপুর, হিজলা ও মেহেন্দিগঞ্জ থেকে ৬ জন নতুন মাদক ব্যবসায়ী আত্মসমর্পনের মাধ্যমে আলোর পথে আসার অঙ্গিকার করেন এসময় ডিআইজি, পুলিশ সুপার সহ বিভিন্ন অতিথিরা তাদেরকে ফুলেল শুভেচ্ছ দিয়ে অভিনন্দন জানান।

জানা গেছে, আজ থেকে ২ বছর পূর্বে পুলিশের মাদকের বিরুদ্বে জিরো টলারেন্স অপরেশনের আওতায় ২শত২৫ জন মাদক ব্যবসায়ী আত্মসমর্পনের মাধ্যমে তারা স্বাভাবিক জীবনের আলোর পথে ফিরে আনতে পেরেছে।

এছাড়া পুলিশের পক্ষ থেকে প্রায় ১৩ শত জনের মাদকসেবীকে মাদক নিরাময় কেন্দ্রসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্র থেকে চিকিৎসা করিয়ে তাদেরকে স্বাভাবিক জীবনে চলার পথে আনতে সক্ষম হয়েছে।

অনুষ্ঠানে জেলার সকল উপজেলার থানা কর্মকর্তা, বরিশাল জেলা কমিউনিটি পুলিশের কর্মকর্তাসহ সুশিল সমাজের প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।

অনুষ্ঠান সঞ্চলনা করেন (পদন্নত্তিপ্রাপ্ত) পুলিশ সুপার আব্দুর রাকিব।

পরে পুলিশ লাইনস্থ মাঠে ডিআইজি,পুলিশ সুপার সহ বিভিন্ন অতিথিরা বেলুন-ফেস্টুন অবমুক্ত করার মাধ্যমে “স্বপ্ন তরী’ সমবায় সমিতির উদ্বোধন করা হয়।

সর্বশেষ - অপরাধ