জুলাই ৩, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ প্রশাসন বরিশাল রাজণীতি

বরিশালে যুবলীগ নেতার আস্তানায় পুলিশের হানা, গাঁজাসহ গ্রেপ্তার ৫

বরিশাল যুবলীগ নেতা অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন ওরফে মামা খোকনের আস্তানায় হানা দিয়েছে পুলিশ। শহরের নাজিরের পুল এলাকার ‘নবজাগরণ’ ক্লাবটিতে সোমবার সকালে পুলিশ হানা দিয়ে ৫ জনকে গ্রেপ্তার করেছে। এসময় সেখান থেকে এক কেজি গাঁজা ও জুয়া খেলার সামগ্রী উদ্ধার করা হয়েছে। তবে এই সময় রফিকুল ইসলাম মামা খোকনকে সেখানে পাওয়া যায়নি।

বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বশির আহম্মেদের নেতৃত্বে একটি টিম এই অভিযান চালিয়েছেন।

বরিশাল সিটি কর্পোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং ২ নম্বর প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন আওয়ামী লীগের গত ১০ বছরের শাসনামল থেকে ক্লাবটি নিয়ন্ত্রণ করে আসছিলেন। এর আগে ২০০১ সালের দিকে এই ক্লাবটি বরিশাল মহানগর বিএনপি নেতা সৈয়দ আকবর হোসেনের নিয়ন্ত্রণে ছিল।

পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতা আসলে ক্লাবটি নিয়ন্ত্রণ যুবলীগ নেতা মামা খোকন। এরপর থেকে সেখানে প্রতিদিন সন্ধ্যা রাত থেকে ভোর রাত পর্যন্ত জুয়া ও মাদকের আসর বসতো। ক্ষমতাসীনদের শেল্টারে ক্লাবটি পরিচালিত হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী ছিল নিশ্চুপ।

বিস্ময়কর বিষয় হচ্ছে- সাম্প্রতিকালে ১০ হাজার পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক বিক্রেতা ফেন্সি আজিম গ্রেপ্তারের পরে ক্লাবটি বন্ধ করে দেয় পুলিশ। কিন্তু সপ্তাহ না ঘুরতেই ক্ষমতার জোরে ফের ক্লাবটি করেন রফিকুল ইসলাম খোকন।

বরিশাল কোতয়ালি পুলিশ জানায়- গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ক্লাবটি থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় ক্লাব থেকে এক কেজি গাঁজা ও জুয়া খেলার সামগ্রী উদ্ধার করা হয়েছে।

এই ঘটনায় একটি মামলা গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে।

কিন্তু এই মামলায় যুবলীগ নেতা মামা খোকন আসামি হচ্ছেন কী না এমন প্রশ্নে কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বলেন- বিষয়টি নিয়ে শীর্ষ কর্মকর্তাদের সাথে আলোচনা চলছে। তবে এই ঘটনায় যদি যুবলীগ নেতার সম্পৃক্ততা থাকে তাহলে তাকে অবশ্যই আসামি করা হবে।’

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official