অবশেষে বরিশালের জুয়ার আসরে হানা দিয়েছে কোতয়ালী মডেল থানা পুলিশ।
গতকাল (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বরিশাল নগরীর আলেকান্দা এলাকার অভিযান চালায় পুলিশ।
এ সময় নগরীর নুরিয়া স্কুলের দো-তলা থেকে ৯ জুয়ারীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, সোয়েব আহম্মেদ সেজান, সুমন ওরফে মাজাই সুমন, ইকবাল হোসেন,সাদেক সরদার, শামীম, এনাম মাহামুদ জাকির, জিয়া উদ্দিন তিতাস ও বিপ্লব।
জানা গেছে, এরা প্রায় রাতেই নুরিয়া স্কুলের দোতলায় বসে জুয়ার আসর বসাতো।
এ সময় তাদের কাছ থেকে নগদ ১ লক্ষ ৯ হাজার ৫ শত টাকা এবং জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
বিয়ষটি বরিশাল ক্রাইম নিউজকে নিশ্চিত করে বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম জানান , বরিশাল নগরীতে কােন প্রকার জুয়ার আসর চলবে না। আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের হয়েছে।