31 C
Dhaka
জুলাই ৫, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ প্রশাসন বরিশাল

শান্তিকামী জনগণ পাশে থাকলে সব ধরণের অপরাধ দূর করা সম্ভব

পটুয়াখালী প্রতিনিধি ::

পটুয়াখালী জেলার পুলিশ সুপার মো. মইনুল হাসান (পিপিএম) বলেছেন, সমাজ থেকে মাদককে দূর করতে হলে সমাজের সকল প্রকার শান্তি প্রিয় জনগণের সহযোগীতা প্রয়োজন। এছাড়া তিনি বলেন, মাদকের বিরুদ্ধে বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জিরোটলারেন্স ঘোষণা করেছে এবং তারই ধারাবাহিকতায় বাংলাদেশ পুলিশ সমাজ থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গি, ইভটিজিং সহ নানা অপরাধ প্রবনতা রোধকল্পে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ব্যাপারে সমাজ গঠনে সকলের জোড়ালো ভ‚মিকা রাখতে হবে এবং আইন প্রয়োগকারী সংস্থাকে সঠিক তথ্য দিয়ে সহযোগীতা করা ও পুলিশের সকল অনৈতিক কাজের ব্যাপারে অভিযোগ দিয়ে সহায়তা করুন।

পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বিট পুলিশিং এর উদ্দ্যোগে গলাচিপা উপজেলায় মাদকসেবী আত্মসমর্পনকারী দরিদ্র পুনর্বাসন কর্মসূচী ও বিট পুলিশিং কার্যালয়ের অফিস উদ্বোধন অনুষ্ঠানে পটুয়াখালী জেলার পুলিশ সুপার মো. মইনুল হাসান (পিপিএম) শনিবার বেলা সাড়ে ১১ টায় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোর্শেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গলাচিপা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার দে, পৌর মেয়র আহসানুল হক তুহিন, ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু ও গলাচিপা প্রেসক্লাবের সভাপতি খালিদ হোসেন মিলটন প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতি ও গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোর্শেদ বক্তব্যে বলেন, গলাচিপা উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা উন্নয়ন ও মাদকসেবীদের বিরুদ্ধে গলাচিপা থানা পুলিশ সব ধরণের সহযোগীতা আশ্বাস প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্য শেষে গলাচিপা ১ নম্বর ওয়ার্ডে বিট পুলিশিং এর অফিস কার্যালয়ে শুভ উদ্ধোধন করেন।

অনুষ্ঠানে গলাচিপা পৌরসভার বিভিন্ন সুধী গণমাধ্যমকর্মী ও স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ৫জন মাদকসেবীর মাঝে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য চায়ের ফ্লাস্ক এবং বিভিন্ন সরঞ্জামাদি ও গলাচিপা পৌরসভার মাধ্যমে নগদ ২ হাজার টাকার চেক প্রদান করা হয়।

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official