তানজিম হোসাইন রাকিব:
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শুভ জন্মদিনে তাঁর দীর্ঘায়ূ ও শুভ কামনায় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর উদ্যোগে শনিবার বাদ মাগরিব নগর ভবনের দোতলায় আলোচনা সভা ও বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
আলোচনায় অংশ নেন প্যনেল মেয়র গাজী নঈমুর হোসেন লিটু, রফিকুল ইসলাম খোকন প্রমুখ।
পরে অনুষ্ঠিত দোয়া মোনাজাতে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা ও বাংলাদেশের উত্তোরাত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করা হয়।
দোয়া মোনাজাত পরিচালনা করেন পোর্ট রোড জামে মসজিদের ইমাম মাো. সাইদুর রহমান কাসেমী। আলোচনা ও দোয়া অনুষ্ঠানে বিসিসির কাউন্সিলর এবং কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও মহানগর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।