34 C
Dhaka
জুলাই ১২, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ রাজণীতি

সিইসিসহ তিনজনের বিরুদ্ধে আইনি নোটিশ

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য গণসংহতি আন্দোলনের আবেদন খারিজ হওয়ায় প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) তিনজনকে আইনি নোটিশ পাঠিয়েছেন দলটির সমন্বয়ক জোনায়েদ সাকি।
তার পক্ষে আজ রবিবার সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া সংশি­ষ্টদের এ নোটিশ পাঠান। গণসংহতি আন্দোলনের নিবন্ধনের আবেদন খারিজাদেশ কেন অবৈধ হবে না তা জানতে চাওয়া  হয়েছে নোটিশে। একই সঙ্গে নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে সংশি­ষ্টরা এর জবাব না দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও নোটিশে উলে­খ করা হয়েছে। সিইসি ছাড়াও আইন মন্ত্রণালয়ের সচিব ও নির্বাচন কমিশনের একজন উপ-সচিবকে বিবাদী করা হয়েছে নোটিশে।
আইনজীবী সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৩১ ডিসেম্বর নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশন বরাবর আবেদন করে গণসংহতি আন্দোলন। তবে আবেদনে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের দুটি প্রবিধানের সুষ্পষ্ট ব্যাখ্যা না থাকায় সে বিষয়ে ১৫ দিনের মধ্যে ব্যাখ্যা দেয়ার জন্য চলতি বছরের ৮ এপ্রিল ইসি থেকে নির্দেশ দেয়া হয় দলটিকে।
পরবর্তীতে প্রবিধানের বিষয়টি ঠিক করে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ২২ এপ্রিল ইসিতে দাখিল করে দলটি। গত ১৯ জুন আইন অনুসারে আবেদন সঠিক হয়নি উল্লেখ করে তা খারিজ করে দেয়া হয়।
গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দলগুলোকে সহযোগিতা করা। যে জন্য আমরা বিষয়টি পুনর্বিবেচনার আবেদন জানিয়েছিলাম। আর আমাদের গঠনতন্ত্রে যদি কোনো অসঙ্গতি থাকে বা সংশোধনী গ্রহণযোগ্য মনে না হয় তাহলে সঙ্গতিপূর্ণ করার জন্য নির্বাচন কমিশন আমাদেরকে ডাকতে পারতেন। কিন্তু সেই সুযোগ আমাদের জন্য রাখা হয়নি।’
তিনি বলেন, ‘যদি আমরা নোটিশের জবাব না পাই তাহলে আইনজীবীর সঙ্গে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত পোস্ট

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official