শামীম ইসলাম:
বরিশালের মুলাদী উপজেলায় স্ত্রীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন স্বামী জালাল বেপারী (৫০)। মঙ্গলবার সকালে মুলাদী সদর ইউনিয়নের দড়িচরলক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জালাল বেপারী দড়িচরলক্ষ্মীপুর গ্রামের মৃত আশ্রাব আলী বেপারীর ছেলে।
জালাল বেপারীর স্বজনরা জানান, সোমবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জালাল বেপারীর সঙ্গে তার স্ত্রী সালেহা বেগমের কথা কাটাকাটি হয়। এর জেরে মঙ্গলবার সকালে জালাল বেপারী মেয়েকে সঙ্গে নিয়ে খাসেরহাট বন্দরে যান এবং দোকান থেকে বিষ কিনে বাড়ি ফিরেন।
সকাল সাড়ে ৮টার দিকে সেই বিষ পান করে অসুস্থ হয়ে পড়লে বাড়ির লোকজন সকাল ৯টায় জালাল বেপারীকে মুলাদী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুলাদী থানা পুলিশের ওসি জিয়াউল আহসান বলেন, সব কিছু দেখে মনে হচ্ছে এটি আত্মহত্যা। জালাল বেপারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠানো হয়েছে।