নিজস্ব প্রতিবেদক।।
বরিশাল বিমানবন্দর থানা পুলিশ অর্থ অাত্মসাৎ মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত অাসামী বিএম কলেজের অস্থায়ী কর্মপরিষদের জিএস নাহিদ সেরনিয়াবাতকে গ্রেফতার করেছে। আজ সোমবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে নগরীর নতুল্লাবাদ এলাকা থেকে নাহিদ সেরনিয়াবাদকে গ্রেপ্তার করে এ এস আই মহিউদ্দিন, পরে তাকে আদালতে প্রেরণ করেন, বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ এ আর মুকুল বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য,নাহিদ সেরনিয়াবাত মাদারীপুর এর কালকিনী উপজেলার এক গ্রামের সেরনিয়াবাত বংশ এর বাসিন্দা,আগৈলঝাড়ার (শেরাল)এর সেরনিয়াবাত বংশের সাথে তাহার কোনো আত্বীয় সম্পর্ক নেই,খোজ নিয়ে জানা যায়,নাহিদ দীর্ঘদিন যাবৎ সকল ধরনের অপকর্ম,চাদবাজি,টেন্ডারবাজি,ইট ভাটা দখল সহ,নারী ও মাদকের সাথে জড়িত ছিলো।নাহিদ নামের পাশে সেরনিয়াবাত যুক্ত থাকায়,বিভিন্ন অফিস আদালতে সুবিধা নেয়ার পায়তারা চালাতো ও ক্ষমতার অপব্যবহার করতো,তার গ্রেপ্তার এ নগরবাসী স্বস্তি পেয়েছেন