বরগুনার আমতলীতে রোগীর স্বজনদের হাসপতালের নার্সদের খারাপ আচরন করার অভিযোগ পাওয়া গেছে। তথ্যমতে বুধবার সকাল সাড়ে আটটার সময় আমতলী পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মো. আবুল বাশার রুমীর ছেলে রোহান (৫) ডায়রিয়ায় আক্রান্ত হলে আমতলী হাসপাতালে নিয়ে যায়। তখন হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স কৃষ্ণা বিশ্বাস,ওর্য়াড বয় কাউয়ুম , রোগীর সাথে থাকা স্বজনদের সাথে খারাপ আচরন করেন।
ওয়ার্ড কাউন্সিলর আবুল বাশার রুমী অভিযোগ করে বলেন, অসুস্থ ছেলেকে নিয়ে হাসপাতালে যাওয়ার পর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স কৃষ্ণা বিশ্বাস . ওর্য়াডবয় কাইয়ুমকে রোহান (৫) কে একটি ইনজেকশন পুশ করার অনুরোধ করলে । তারা রোগীর সাথে থাকা স্বজনের সাথে বাজে আচরন করেন। এ বিষয় কৃষ্ণা বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি খারাপ আচরন করি নাই।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রের স্বাস্থ্য প্রশাসক ডা: শংকর প্রসাদ অধিকারী মুঠোফোনে জানান, বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।