হুজাইফা রহমান:
গতকাল শুক্রবার নগরীর আছমতআলী খান এ.কে ইনস্টিটিউশনে ডিবেটার্স কমিউনিটি অফ বরিশাল ( ডিই.সি.বি ) এর আয়োজনে আয়োজিত হলো ডিই.সি.বি আন্তঃ স্কুল ও কলেজ প্রথম বিতর্ক চ্যাম্পিয়নশীপ দুই হাজার আঠারো। অনুষ্ঠানে সহযোগিতা করেন লাইফ লাইন ডায়াগনস্টিক সেন্টার । মিডিয়া পার্টনার হিসেবে সহযোগিতা করেন ,জাতীয় অনলাইন দৈনিক বাংলারমুখ টুয়েন্টিফোর ডটকম। শুক্রবার সকাল নয়টা ত্রিশ মিনিটে অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন ,বিশিষ্ট কথাসাহিত্যিক ও কবি শফিক আমিন। সভাপতিত্ব করেন ,ডিই.সি.বি র সভাপতি শেখ সুমন। সমাপনী পর্বে প্রধান অতিথি ছিলেন , প্রফেসর মাসুম বিল্লাহ। উপস্থাপনায় ছিলেন মোঃ আবু সুফিয়ান শেখ।
অনুষ্ঠানে স্কুল পর্বে ষোলোটি এবং কলেজ পর্বে আটটি দল অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় কলেজ পর্বে চ্যাম্পিয়ন হয় সরকারি সৈয়দ হাতেমআলী কলেজে। রানার্সআপ হয় আলেকান্দা সরকারি কলেজ। স্কুল পর্বে চ্যাম্পিয়ন হয় বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজ। রানার্সআপ হয় , আছমতআলী খান এ.কে ইনস্টিটিউশন।