শফিক ব্যালেট ট্রুপ বাংলাদেশ, এই নাচের দলটি ইন্ডিয়া হায়দারাবাদে একটি ইন্টারন্যাশনাল ডান্স ও মিউজিক ফেস্টিভাল এ আমন্ত্রণ পেয়েছে। ২২ সেপ্টেম্বর ২০১৮ ইং, হায়াদ্রাবাদ এর এন টি আর অডিটোরিয়াম এ পারফরমেন্স করবে তারা ।
৫ সদস্যের এই দলে রয়েছেন,বরিশাল এর কৃতি সন্তান দলনেতা এস আই শফিক সহ আরো ৪ জন । তারা হলেন শামিম, ইনা,অলিভ ও লহ্মী।
এর আগেও শফিক ব্যালেট ট্রুপ আন্তর্জাতিক ভাবে থাইল্যান্ড এ তিন বছর সুনামের সহিত পারফরমেন্স করে আসছে।এই নিয়ে বাংলাদেশ এর বাইরে তৃতীয় আরেকটি দেশে পা রাখলো নৃত্য দলটি।