বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পাওয়ায় বরিশালের কৃতি সন্তান আল নাহিয়ান খান জয়কে বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব গোলাম ফারুক মিষ্টিমুখ করিয়েছন।
সোমবার সকালে আল নাহিয়ান খান জয় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী) ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির সঙ্গে ঢাকায় তার বাসভবনে সৌজন্য সাক্ষাত করতে গেলে সেখানে উপস্থিত বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক তাকে মিষ্টি মুখ করান।