বরিশালের উজিরপুরের জল্লা ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার নান্টুর হত্যাকারীদের বিচারের দাবীতে ৫ম দিনেও উত্তাল শোলক ইউনিয়ন।
বুধবার বিকেল ৪ টায় শোলক ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে শত,শত বিক্ষুব্ধ নেতাকর্মীরা হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে একটি বিক্ষোভ মিছিল ধামুরা বন্দরেরর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে টেম্পুস্ট্যান্ডে প্রতিবাদ সভা করেছে।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ আঃ হালিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বালী,আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য নুরুল হক সরদার,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কুদ্দুস ফকির,উপজেলা ছাত্রলীগের সভাপতি অসিম ঘরামী,সম্পাদক জালিজ মাহমুদ শাওন,আওয়ামীলীগ নেতা জলিল কাজী,অলিউল খন্দকার,মিজানুর রহমান বালী,আলাল দেওয়ান,ইউপি সদস্য রবিউল ইসলাম,কালাম মোল্লা, ব্যবসায়ী আবুল কালাম খান,বাবু মোল্লা,মাসুম পারভেজ,ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সুমন আহম্মেদ ও ছাত্রলীগ নেতা মিরন তালুকদার প্রমূখ।
বক্তারা সকল খুনিদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান এবং অচিরেই সকল খুনীদের গ্রেফতার করা না হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেয়। এ ছাড়াও উপজেলার জল্লাসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অব্যাহত রয়েছে। উল্লেখ্য ২১ সেপ্টেম্বর রাত সাড়ে ৮ টায় কারফা বাজারে নীজ কাপরের দোকানে বসা অবস্থায় ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার নান্টুকে দুর্বৃত্তরা গুলি করে নির্মম ভাবে হত্যা করে পালিয়ে যায়।