নিউজ ডেস্ক ::
চতুর্থ শ্রেনীর স্কুল ছাত্রীকে ধর্ষনের ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি রনি মজুমদার (২০) কে গ্রেপ্তার করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ান (র্যাব-৮)। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) মাদারীপুর জেলার মডেল থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার দুপুরে র্যাব-এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি সাংবাদিকেদের জানান র্যাব-৮ এর কমান্ডিং অফিসার (সিইও) আতিকা ইসলাম।
সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ৮ সেপ্টেম্বর রাত পৌনে ১০টার দিকে চতুর্থ শ্রেনীর স্কুল ছাত্রীকে আইসক্রীম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে মাদারীপুর পুরাতন বাসস্ট্যান্ড এলাকার মৃত মান্নান মোল্লার একতলা ভবনের ছাদে নেয় যায়। সেখানে স্কুল ছাত্রীকে জোর পূর্বক ধর্ষন করে রনি মজুমদার। এ সময় স্কুল ছাত্রী ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এলে ধর্ষক রনি পালিয়ে যায়।
এ ঘটনায় স্কুল ছাত্রীর পরিবার বাদি হয়ে মাদারীপুর জেলার সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করে। পাশাপাশি মামলার বাদি র্যাবের সহায়তা কামনা করে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৮ এর একটি আভিযানিক দল মাদারীপুর ডাসপার থানা এলাকায় মেদাকুল বাজার এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলায় অভিযুক্ত রনি মজুমদারকে আটক করে।
সংবাদ সম্মেলনে র্যাব-৮ এর সিও আরও জানান, গ্রেপ্তারকৃত রনি মজুমদার শিশু ধর্ষণের সাথে জড়িত থাকার কথা প্রাথমিক ভাবে স্বীকার করেছেন। পাশাপাশি আটক রনি মজুমদারকে মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
