রাকিব সিকদার নয়নঃ-
বরিশাল সিটি কর্পোরেশনাধীন নগরীর ৩০ নং ওয়ার্ডের কলাডেমা রেইন্ট্রিতলা পাম্পের পানি সরবরাহের শুভ উদ্বোধন করেন মাননীয় মেয়র জনাব আহসান হাবিব কামাল। সকাল ১১ঃ০০টায় উদ্বোধন কার্যক্রম শুরু করেন ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ খায়রুল মাুমুন শাহিন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর বেগম রাশিদা পাড়ভিন আরও অন্যান্য ব্যাক্তিবর্গগন ।
পাম্পটি’র উত্তোলন শুরু হওয়ায় নগরীর ৩০ নং ওয়ার্ডের গ্রাহকবৃন্দ আগামিকাল থেকে পর্যাপ্ত পানি পাবেন, এ রকম আশ্বাস দিলেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


















