মে ১১, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
শিক্ষাঙ্গন

নদী ভাঙ্গনে হুমকির মুখে লক্ষ্মীপাশা মাধ্যমিক বিদ্যালয়।

কাজী সাইফুলঃ

বাকেরগঞ্জের পাতাবুনিয়া নদীর অব্যাহত ভাঙ্গনে বিলিন হবার পথে ঐতিহ্যবাহী লক্ষ্মীপাশা মাধ্যমিক বিদ্যালয়টি। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টি ১৯৯৫ সালে এম পি ও ভূক্ত হয়। বর্তমানে বিদ্যালয়টিতে চৌদ্দজন শিক্ষক – শিক্ষিকা ও তিন শতাধিক ছাত্র-ছাত্রী অধ্যয়নরত।

এক সময়ের বিশাল মাঠটি ইতিমধ্যেই নদীগর্ভে বিলিন হয়েছে। স্কুল কর্তৃপক্ষের সাথে আলাপ কালে তারা জানান ৩/৪ বছর ধরে নদী ভাঙ্গনে স্কুলের মাঠ, পার্শ্ববর্তী সরকারি মেডিকেল সহ অনেক স্থাপনা এরই মধ্যে নদীগর্ভে বিলিন হয়েছে। এ ব্যপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অনেকবার আবেদন জানালেও অদ্যাবধি কেউ কোন ব্যবস্থা গ্রহণ করেননি।

বিদ্যালয়ের উন্নয়নের জন্য নেই কোন বরাদ্দ। বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়ন থেকে নলুয়া ইউনিয়নে প্রবেশের ফেরিঘাট সংলগ্ন মনোরম পরিবেশে গড়ে ওঠা এ বিদ্যালয়ের রয়েছে বহু ঐতিহ্য । দীর্ঘ দিন পরে বাকেরগঞ্জের মাধ্যমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম স্কুলটি পরিদর্শনে এলে বিষয়টি তারও নজরে আসে। তিনি স্কুলের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষন করে এ বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষনের চেষ্টা চালাবেন বলে জানান ।

বর্তমান পরিস্থিতিতে যে কোন মূহুর্তে বিলিন হয়ে যেতে পারে বিদ্যালয়ের মূল দ্বিতল ভবনটি। বন্ধ হয়ে যেতে পারে এলাকার একমাত্র মাধ্যমিক বিদ্যালয়ের কার্যক্রম। স্কুলের শিক্ষার্থী, অভিবাবকসহ এলাকাবাসী এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষনের পাশাপাশি নদী ভাংঙ্গন রোধে দ্রুততম সময়ের মধ্যে কার্যকর ব্যবস্হা গ্রহণের জোর দাবী জানিয়েছেন।

সম্পর্কিত পোস্ট

বরিশাল বোর্ডে সেরা ঝালকাঠি, পিছিয়ে পটুয়াখালী

banglarmukh official

কোন বোর্ডে জিপিএ-৫ কত?

banglarmukh official

এইচএসসির ফল প্রকাশ কাল, যেভাবে জানা যাবে

banglarmukh official

এইচএসসির ফল প্রকাশ ১৫ অক্টোবর

banglarmukh official

শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় সমন্বয়ে জবিতে কমিটি

banglarmukh official

একাদশ শ্রেণিতে রেজিস্ট্রেশনের সময় বাড়ল তিন দিন

banglarmukh official