পটুয়াখালী জেলার বিভিন্ন হাসপাতালগুলোতে গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে নয়জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে জেলায় মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭৪ জনে। সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন ৪৪৮ জন।
বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ২৬ জন। এর মধ্যে পটুয়াখালীর আড়াইশ’ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন ২৪ জন এবং বাকি দুইজন কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।