শুক্রবার , ৬ সেপ্টেম্বর ২০১৯ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

পানিসম্পদ প্রতিমন্ত্রীর নির্দেশে চরকাউয়ায় নদীভাঙন রোধে কাজ শুরু

প্রতিবেদক
banglarmukh official
সেপ্টেম্বর ৬, ২০১৯ ১১:৫০ অপরাহ্ণ

বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নে অব্যাহত নদীভাঙন রোধে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীমের নির্দেশে শুক্রবার জরুরি ভিত্তিতে এই কাজ শুরু হয়। শুক্রবার বিকেলে প্রতিমন্ত্রীর নির্দেশে ভাঙন রোধে চলমান কাজ পরিদর্শন করেছেন বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধু।

এদিকে ভাঙন রোধে জরুরি ভিত্তিতে উদ্যোগ নেওয়ায় স্বস্তি প্রকাশ করেছে স্থানীয় বাসিন্দারা।

একাধিক বাসিন্দার দাবি- গত কয়েকদিনের অব্যাহত কীর্তনখোলা নদী ভাঙনে চরকাউয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি বসতঘরসহ রাস্তা বিলীন হয়েছে। সর্বশেষ বুধবার রাতে সেই ভাঙন আরও প্রকট হলে পাশে একটি ভাঙন ঝুঁকিতে পড়ে। এই বিষয়টি প্রতিমন্ত্রীকে স্থানীয়দের পক্ষ থেকে অবহিত করা হয়েছিল।

বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধু জানিয়েছেন- প্রতিমন্ত্রী তাকে ঘটনাস্থল পরিদর্শন করে সেখানকার পরিবেশ সম্পর্কে ধারণা দিতে বলেছেন। এই কারণে তিনি শুক্রবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে ভাঙনরোধে দ্রুত পদক্ষেপ নেওয়ায় এখন তেমন একটা ঝুঁকি নেই বলে দাবি করেছেন তিনি।

পরিদর্শনকালে বরিশাল জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জোয়ায়ের আব্দুল্লাহ জিন্নাহসহ আ’লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।’

সর্বশেষ - অপরাধ