জুলাই ৩, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ বরিশাল

পিরোজপুরে শাশুড়ির উপর ক্ষিপ্ত হয়ে শিশুকে খুন্তির ছ্যাকায় ঝলসে দিলেন মা

অনলাইন ডেস্ক :

পিরোজপুরের বালিপাড়া ইউনিয়নে লিপি আক্তার নামে সাড়ে পাঁচ বছরের এক শিশুকে গরম খুন্তির ছ্যাকায় মুখ ও শরীরের বিভিন্ন অংশ ঝলসে দিয়েছেন তার মা। শিশুটিকে বুধবার বিকেলে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত লিপি ইন্দুরকানির কলারোনের ইসমাইল চৌকিদারের মেয়ে ও বালিপাড়া বোর্ড স্কুলের শিশু শ্রেণির ছাত্রী।

দেখা গেছে, গুরুতর আহত শিশুটি হাসপাতালের বারান্দার মেঝেতে কাতরাচ্ছে।

বালিপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার মিজানুর রহমানসহ স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকালে শিশু লিপি ঘরের মধ্যে খেলা করছিল। এসময় তার মা মেয়েকে ডাকাডাকি করলেও শিশুটি তা শুনতে পায়নি। এতে মা প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে গরম খুন্তি এনে মেয়ের মুখ, হাত ও পিঠে ছ্যাকা দেন। এতে শিশুটির শরীরে বিভিন্ন অংশ ঝলসে যায়।

নাজমা বেগমের স্বামী ইসমাইল চৌকিদার ফেনী জেলায় শ্রমিকের কাজ করেন। তাই মেয়েকে নিয়ে নাজমা একাই বসবাস করেন।

শিশুটির অভিযুক্ত মা নাজমা বেগম জানান, আমার শ্বশুর-শ্বাশুড়ি প্রায়ই আমাকে অত্যাচার করতেন। এসবের কারণে আমি আলাদা ঘরে বসবাস করি। শ্বাশুড়ির অত্যাচারের কারনে আমার মাথা ঠিক রাখতে না পেরে মেয়ে লিপির ওপর অত্যাচার করেছি।

স্থানীয়রা জানান, অভিযুক্ত মা প্রায়ই পারিবারিক কলহের জের ধরে ওই কন্যা শিশুটিকে মারধর করেন।

থানার ওসি হাবিবুর রহমান জানান, এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে বিষয়টি মৌখিকভাবে শুনে খবর নিয়ে জেনেছি মেয়েটি তার দাদীর কাছে যাওয়ায় মা ক্ষিপ্ত হয়ে এমনভাবে মারধর করেছে।

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official