নভেম্বর ২৯, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ প্রশাসন বরিশাল রাজণীতি

প্রাচ্যের ভেনিস ক্ষ্যাত বরিশালকে শান্তির জনপদে পরিণত করবো : গণপূর্তমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ::

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ. ম. রেজাউল করিম-এমপি বলেছেন, বর্তমান সরকার ক্রিড়া বান্ধব সরকার। আর এর বড় পৃষ্ঠপোষক আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  তিনি খেলাধুলাকে এতোই ভালোবাসেন যে প্রটোকল মানেনও না অনেক সময়। খেলা দেখতে চলে যান স্টেডিয়ামে।  আবার আমাদের বলেন, হতাশা ব্যক্ত করবা না, যাতে খেলোয়ারদের মনোবল ভেঙ্গে না যায়। ওরা যে ছোট শরীর নিয়ে বিশ্বের বড় বড় খেলোয়ারদের সাথে খেলছে এটাই তো অনেক কিছু।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১ টায় শহীদ আব্দুর রব সেরনিয়াত আউটার স্টেডিয়ামে বিভগীয় পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  গোল্পকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব (১৭) বালক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ (বালিকা) ২০১৯ প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি  এ কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, শেখ হাসিনার সরকার ক্রিড়া বান্ধব সরকার। সুস্থ দেহ, দুস্থ মন- এজন্য দরকার খেলাধুলার। কোমলমতিদের মাদক-জঙ্গি, সন্ত্রাস থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।  সুস্থধারার বাংলাদেশ বিনির্মানে প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে ভালোর পাশে থাকতে হবে।

তিনি বলেন, একময় রাজাকার-আলবদরদের হাতে দেশের পতাকা তুলে দেয়া হয়েছিলো। কিন্তু নতুন প্রজন্মকে বাস্তব সত্য জানতে হবে। তাদের কাছে বঙ্গবন্ধু-বঙ্গমাতার আত্মত্যাগ, মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ সম্পর্কে সঠিক ইতিহাস তুলে ধরতে হবে।

শ. ম. রেজাউল করিম বলেন, যদি কেউ দুর্নীতি করে আর সেখানে দলের কেউ থাকে, তাকেও ছাড় দেয়া হবে না। দুর্নীতি বিরোধী অভিযানে সকলের সহায়তা করা প্রয়োজন। সরকারের চ্যালেঞ্জ সু-শাসন প্রতিষ্ঠা করা। বরিশালের সকল মানুষের এতে সমর্থন থাকবে এবং সমাজ থেকে দুর্নীতি, সন্ত্রাস, ইভটিজিং মাদক ও চাঁদাবাজি বন্ধ করতে হবে।  আমরা সবাই মিলে প্রাচ্যের ভেনিস ক্ষ্যাত বরিশালকে শান্তির জনপদে পরিণত করবো।

তিনি বলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধানমন্ত্রী আমাকে দেয়ার পর থেকে আমি কাজে গতিশীলতা আনার পাশাপাশি দায়িত্বশীলতা, জবাবদিহিতা  নিশ্চিত করেছি।  এফআর টাওয়ার ঘটনায় আমি দায়িত্ব নেয়ার পরে ৬২ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। রুপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের ঘটনায় ৩০ জন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।  দুর্নীতির সঙ্গে নূন্যতম সক্ষ্যতা থাকলে কাউকে ছাড় দিবো না। সাম্প্রদায়িক অভিযানের বিষয়টি তদন্তাধীন থাকায় এ বিষয়ে মন্তব্য করবো না। তবে ঠিকাদারী কাজের সাথে সম্পৃক্ত একটি বিষয় আমাদের সামনে আসায় এরইমধ্যে গনপূর্তের একজন অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। পাশাপাশি প্লানিং মন্ত্রনালয়ের ২ জনকে প্রত্যাহার করার জন্য চিঠি দেয়া হচ্ছে।  এককথায় আমি নিজেও অনিয়ম করবো না, বরদাস্তও করবো না।

মন্ত্রী আরো বলেন, আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় বার জন্মাবে কি না জানিনা, তবে তিনি বার বার মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেও দেশের ও মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার এম ডি আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশেনের মেয়র সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ, বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

সম্পর্কিত পোস্ট

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official