রবিবার , ১০ সেপ্টেম্বর ২০২৩ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

বরিশালে একদিনে ডেঙ্গু শনাক্ত ৩৭৪ জনের, মৃত ১

প্রতিবেদক
banglarmukh official
সেপ্টেম্বর ১০, ২০২৩ ৭:২৮ অপরাহ্ণ

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ ৩৭৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তারা বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি আছেন। এদের মধ্যে সুজন (২৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন ৫৬ জন।

রোববার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টায় স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে এতথ্য জানা যায়।

মারা যাওয়া সুজন বরিশালের উজিরপুর উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি শনিবার (৯ সেপ্টেম্বর) ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হযন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩৭৪ জন। এর মধ্যে সবচেয়ে বেশি বরিশালে ১২৪ জন, পটুয়াখালীতে ৬৮ জন, পিরোজপুরে ৬৩ জন, ভোলায় ৫৩ জন, বরগুনায় ৬২ জন ও ঝালকাঠিতে চারজন রয়েছেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ১৬ হাজার ৯৭১ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৮১৪ জন। মারা গেছেন ৫৬ জন।

মৃতদের মধ্যে বরিশালে ৩৫ জন, ভোলায় সাতজন, বরগুনায় পাঁচজন, পিরোজপুরে পাঁচজন ও পটুয়াখালীতে চারজন রয়েছেন।

সর্বশেষ - লাইফস্টাইল