নিজস্ব প্রতিবেদক ::
বরিশাল নগরীর ৬টি ভবনে অভিযান চালিয়ে দুটি বাড়িতে অপরিচ্ছন্ন পরিবেশ ও মশার লার্ভা খুঁজে পাওয়ায় চার হাজার টাকা জরিমান করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুুরে নগরের কাটপট্টি ও কালিবাড়ি রোড এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ও সুব্রত বিশ্বাস দাস এর নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।
এসময় নির্মানাধিনসহ ৬টি বাড়িতে তল্লাঁশী করেন। এসময় কাটপট্টি রোড এলাকার অর্পনা ঘোষের মালিকানাধিন ‘ঘোষ ভবন’ ও মাহাবুবুর রহমান পিন্টু’র নির্মানাধীন ভবনে অপরিচ্ছন্ন ও মশার লার্ভা খুঁজে পাওয়া যায়। এজন্য দুটি ভবনের মালিককে ভ্রাম্যমান মাধ্যমে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়।
অভিযানে প্রসিকিউশন করেন বরিশাল সিটি কর্পোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক সাইফুল। এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডা. খন্দকার মঞ্জুরুল ইসলাম শুভ্রসহ পুলিশ সদস্যরা।