কর্মরত দুই ডাক্তারকে কৈফিয়ত তলব করা হয়েছে।ডিউটি কালীন সময়ে কর্মস্থলে না পাওয়ায় তাদেরকে শোকজ করে স্বাস্থ্য মন্ত্রণালয়।
আগৈলঝাড়া উপজেলা ৫০শয্যার হাসপাতালের দুই ডাক্তারকে এই শোকজ করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোস্তাক হাসান।
হাসপাতালের ইউএইচএএফপিও ডা. মো. আলতাফ হোসেন জানান, শুক্রবার বিকেলে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোস্তাক হাসান আগৈলঝাড়া উপজেলা হাসপাতাল পরিদর্শনে আসেন। এ সময় ডাঃ জ্যোতি রানী বিশ্বাস ও মনন রায় হাসপাতালে উপস্থিত না থাকায় তাদের শোকজসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা বলেন, অতিরিক্ত সচিব মো. মোস্তাক হাসান। অতিরিক্ত সচিবের সাথে বরিশাল সিভিল সার্জন ডা.মনোয়ার হোসেন ও প্রকৌশলী মো.আলতাফ হোসেনসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।