30 C
Dhaka
জুলাই ৩, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ প্রশাসন বরিশাল

বরিশালে ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমান ইয়াবাসহ দুই পুলিশ সদস্য আটক

নিউজ ডেস্ক ::

বিপুল পরিমান ইয়াবসহ দুই পুলিশ সদস্য ও একজন মাদক বিক্রেতাকে আটক করেছে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে নগরীর কাশিপুর এলাকা থেকে ২৫০ পিচ ইয়াবাসহ তাদের আটক করে।

আটককৃত পুলিশ সদস্যরা হলো- ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বাসিন্দা ও পুলিশ কনস্টেবল মো. ইমরান (২৩) ও পুলিশ কনস্টেবল সালাহউদ্দিন (২৩)। তারা উভয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্সে পিওএম শাখায় কর্মরত। এছাড়া আটকৃত অপর একজন হলো, নগরীর কাউনিয়া এলাকার মাদক বিক্রেতা সোহাগ হাওলাদার (৩০)।

বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী পুলিশ কমিশনার বরিশাল ক্রাইম নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মাদক উদ্ধারে বৃহস্পতিবার দুপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা বরিশাল-ঢাকা মহাসড়কের কাশিপুরে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালয়। এ সময় একটি মোটরসাইকেলের আরোহীদের থামানোর জন্য সংকেত দেওয়া হয়। কিন্তু আরোহীরা সংকেত না মেনে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করে। পরে গোয়েন্দা পুলিশের সদস্যরা ধাওয়া করে ওই তিন আরোহীকে আটক করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটকৃতদের মধ্যে ইমরান ও সালাহউদ্দিন পুলিশ সদস্য উল্লেখ করে তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলাসহ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official