নিজস্ব প্রতিবেদক ::
বরিশাল নগরীতে নোংড়া ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন, বিক্রি ও বিক্রির জন্য প্রদর্শনের অপরাধে দুটি হোটেলকে ভ্রাম্যমান আদালতে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ পৃথকভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালতে প্রসিকিউশন করেন বরিশাল সিটি কর্পোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক সাইফুল। এসময় কোতয়ালী মডেল থানার এসআই বশির আহমেদের নেতৃত্বাধিন পুলিশের একটি দল সহযোগিতা করেন।
জানা গেছে, ‘বিকেল সোয়া ৪টা হতে ৫টা পর্যন্ত নগরীর সদর রোড সংলগ্ন আগরপুর রোড ও ফজলুল হক এভিনিউ সড়কে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।
এসময় আগরপুর রোডের ‘হোটেল বিসমিল্লাহ’ মালিককে ১৫ হাজার এবং কাকলীর মোড় ফজলুল হক এভিনিউ সড়কের ‘মেহেন্দিগঞ্জ দদী ঘর’কে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।