নিজস্ব প্রতিবেদক ॥ আমারে দেব না ভুলিতে এই শ্লোগানে বরিশালে শুরু হয়েছে শুদ্ধ চর্চার লক্ষে নজরুল সংগীত প্রতিক্ষণ। সাম্যবাদ, প্রেম ও দ্রোহের কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ৪২ তম প্রয়ান বার্ষিকী উপলক্ষে নজরুল সাংস্কৃতিক জোটের উদ্যোগে এ আয়োজন করা হয়েছে।
শুক্রবার সকালে নগরীর সিটি কলেজে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশ নজরুল সংগীত সংস্থার সাংগঠনিক সম্পাদক মাহামুদুল হাসান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নজরুল সাংস্কৃতিক জোটের সহ সভাপতি শুভংকর চক্রবর্তী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছায়ানট শিল্পী তানভির আহমেদ শোভন, নজরুল সাংস্কৃতিক জোটের সহ সভাপতি পাপিয়া জেসমিন, সুশান্ত ঘোষ, বাসুদেব ঘোষ, অমিতা রায়, শেখ নাসের জামাল।
আজ শনিবার নগরীর অশ্বিনী কুমার হলে আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরিশাল জেলা প্রশাসক মো: হাবিবুর রহমান। অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ নজরুল সংগীত সংস্থার সাংগঠনিক সম্পাদক মাহামুদুল হাসান ও কবি তপংকর চক্রবর্তী।
অনুষ্ঠানের সভাপতিত্বে করবেন নজরুল সাংস্কৃতিক জোটের সহ সভাপতি পাপিয়া জেসমিন। পরে নজরুল সাংস্কৃতিক জোট ও বাংলাদেশ নজরুল সংগীত সংস্থার শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে।