30 C
Dhaka
জুলাই ৫, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল

বরিশালে পথশিশুদের পাশে (Barishal Hunger Inhibition Society)হ্মুধা নিবারণ সোসাইটি।

পলিটেকনিক প্রতিনিধি//রাতুল হোসেন রায়হান:

Barishal Hunger Inhibition Society(BHIS) অর্থাৎ, বরিশাল ক্ষুধা নিবারণ সোসাইটি । এটা একটি অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন । বরিশাল শহরেই এদের কার্যক্রম । এর মূল উদ্দেশ্য ক্ষুধামুক্ত সোনার বাংলাদেশ গড়া । । আর ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউ এর ছাত্র শুভ্র শুভর হাত ধরে গড়ে ওঠে এই সংগঠন । শুরুটা ছিলো ২৫ থেকে ৩০ জন সেচ্ছাসেবক নিয়ে । যারা বরিশালের বিভিন্ন সংগঠনের সেচ্ছাসেবী, বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরিজীবী । এদের অনেকেই জীবন চলার পথে ক্ষুধার্ত অনাহারে দিন কাটিয়েছে । আর এই অনুভব থেকে সংগঠনটির যাত্রা । এর কার্যক্রম:- ৩১শে আগস্ট ২০১৯ তারিখ রোজ শনিবার সকাল ১০টায় আমতলা বিজয় বিহঙ্গে এর প্রথম আলোচনা সভা হয় এবং সেখানে ক্ষুধার্তদের নিয়ে সকল কার্যক্রমের সিদ্ধান্ত নেওয়া হয় । ক্ষুধা নিবারণের লক্ষে বিভিন্ন অনুষ্ঠান, রেস্টুরেন্ট, হোটেল, কমিউনিটি সেন্টারে যোগাযোগ করে অবশিষ্ট খাবার ক্ষুধার্তদের জন্য এনে ক্ষুধার্তদের মাঝে বিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় । কিন্তু, এদের কে দিবে এই খাবার, কোন বিশ্বাসে দিবে এই অপরিচিত মানুষদের হাতে । এরই ধারাবাহিকতায় সংগঠনের সকল সেচ্ছাসেবক নিজেদের খরচে ক্ষুধার্তদের পাশে দাড়ানোর উদ্যোগ নেয় । এরপরে আর পিছু ফিরতে হয়নি BHIS টিমকে । তারা ১লা সেপ্টেম্বর ২০১৯রোজ রবিবার বরিশালের মুক্তিযোদ্ধা পার্কের পাশের এলাকাগুলো পরিদর্শনে যায় । পার্ক পরিদর্শকের অনুমতি নিয়ে নামার চর, ভাটার খাল ও বরফ কল এলাকার কিছু দরিদ্র শিশুর সাথে পরিচিত হয় । তাদের সাথে সুন্দর একটি সময় কাটিয়ে সিদ্ধান্ত নেয় যে ৬ই সেপ্টেম্বর ২০১৯ তারিখ রোজ শুক্রবার ক্ষুধার্ত শিশুদের সাথে দুপুরের খাবার ভাগ করে নিবে । ৬ই সেপ্টেম্বর ২০১৯(শুক্রবার):- ৫ই সেপ্টেম্বর থেকেই সকলের মনের মধ্যে ছটফট করতে থাকে কখন তারা বাচ্চাদের সাথে মিলিত হবে । অনেকে ৫ই সেপ্টেম্বর মুক্তিযোদ্ধা পার্কে গিয়েছেন দরিদ্র শিশুদের সাথে দেখা করতে । আনন্দ ভাগ করে নিয়েছে ওদের সাথে । ৬তারিখ সকাল ১০টা থেকেই সেচ্ছাসেবকদের আনাগোনা শুরু মুক্তিযোদ্ধা পার্কে । এক এক করে ৪০জন এর বেশি সেচ্ছাসেবী উপস্থিত হয় । সকলে একসাথে জুম্মার নামাজ পরার পরে ১৩০জন দরিদ্র শিশুর সাথে নিজেদের আনন্দ-খুশি, সুখ-দুঃখ ভাগ করে নেয় । পরিশেষে দুপুর ০১:৩০মিনিটে খাবার বিতরণের মাধ্যমে ওই দিনের প্রোগ্রাম সফলভাবে শেষ করা হয় । এরপরে ১০ই সেপ্টেম্বর আবার সভার আয়োজন করা হয় । সেখানে অভিজ্ঞতা শেয়ার, পরবর্তী ইভেন্ট সম্পর্কে আলোচনা হয় । এই সংগঠনের পাশে দাড়িয়েছে কিছু মানবপ্রেমি মানুষ । অনেকে নিজ পরিচয় গোপন রেখেও হতদরিদ্রদের পাশে দাড়িয়েছেন । স্যালুট এমন মানবতার যোদ্ধাদের ।

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official