স্টাফ রিপোর্টার//রেজয়ানুর রহমান সফেন:
প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশের গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তির ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
গতকাল সকালে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বিশ্বাসের হাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মো. আলামিন চোকদার ওরফে আলামিন চৌকিদার (৩২)। আলামিন বিশ্বাসের হাট এলাকার মো. দুলাল চৌকিদারের ছেলে ও চরমোনাই ইউনিয়ন বিএনপির কর্মী। পুলিশ সূত্র জানিয়েছে, আটক আলামিন নিজের নাম ব্যবহার করে ফেসবুক অ্যাকাউন্ট খোলেন।
তার ওই অ্যাকাউন্টে দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকৃত ছবি, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়, নির্বাচন কমিশন নিয়ে কুৎসামূলক বক্তব্য, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিকৃত ছবি ও সরকারবিরোধী বিভিন্ন তথ্য প্রচার করা হচ্ছিল। এসব অভিযোগের ভিত্তিতে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বিশ্বাসের হাট এলাকায় অভিযান চালিয়ে আলামিনকে আটক করা হয়। বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের এসআই সমীরন মন্ডল আজকের বার্তাকে বলেন, আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।
তার বিরুদ্ধে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে। এঘটনায় চরমোনাই ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা আক্তার পরী গতকাল সকালে বাদী হয়ে থানায় একটি মামলা করেন।
তাহমিনা আক্তার পরী এ প্রতিবেদককে বলেন, ফেসবুকে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি বিকৃত ও তাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। এ ঘটনায় আমি ব্যথিত হয়ে এ মামলা দায়ের করেছি।