স্টাফ রিপোর্টার//রাতুল হোসেন রায়হান:
‘‘হয় কাজ দাও, নয়তো রিক্সা চালিয়ে বাঁচতে দাও” এ শ্লোগান দিয়ে নগরে ব্যাটারী চালিত রিক্সা চালকদের হয়রানী বন্ধ করাসহ রিক্সা চালানো ছেড়ে দেওয়া চালকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করা পর্যন্ত উচ্ছেদ করা চলবে না। এছাড়া প্রয়োজনী নীতিমালা করে চলাচলের জন্য অনুমতি প্রদান করার দাবী জানিয়ে বরিশাল নগরের প্রান কেন্দ্র সদররোডে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ব্যাটারীচালিত রিক্সা শ্রমীক মালিক সংগ্রাম কমিটি।
আজ বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় একর্মসূচী পালন করেন তারা।
বরিশাল রিক্সা শ্রমীক মালিক সংগ্রাম কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন দিদারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিকদল বাসদ জেলা কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার ইমরান হাবীব রুমন, সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমীক ফ্রন্টের নেতা বাবুল তালুকদার, শহিদুল ইসলাম, শুশান্ত শকুল ও জেলা ছাত্র ইউনিয়ন নেতা নিলিমা জাহান প্রমুখ।
এর পূর্বে তারা লাল পতাকাসহ বিভিন্ন প্লাকার্ড নিয়ে নগরীর বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে।